• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১০, ২০১৬, ০৯:৩৮ এএম
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে ট্রাম্পবিরোধীরা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৯ নভেম্বর) ভোরে বার্কলে ও ওকল্যান্ড শহরে কয়েকশ মানুষ রাস্তায় নেমে আসে। তারা ট্রাম্প ‘আমার প্রেসিডেন্ট নয়’ বলে স্লোগান দেয়। পিটসবার্গ, সিয়াটল, পোর্টল্যান্ড ও ওরেতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভকারীরা অকল্যান্ডে জড়ো হয় এবং রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করে। তারা স্থানীয় রেলযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। বিক্ষোভ চলাকালে গাড়ি চাপা পড়েছে এক প্রতিবাদকারী। অকল্যান্ড ও বার্কলি শহরের মাঝে হাইওয়ে-২৪ এ যে ২০০ বিক্ষোভকারী জড়ো হয়েছিল গাড়ি চাপা পড়া ওই তরুণী তাদেরই একজন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এছাড়া তারা কয়েকটি গাড়ি ভাঙচুরও করেছে।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জনগণ দেশটি থেকে বের হয়ে যাওয়ার দাবি জানিয়েছে। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামে একটি গোষ্ঠী বুধবার থেকে এ প্রচারণা শুরু করে। বিষয়টি এরই মধ্যে ‘ক্লেক্সিট’ নামে পরিচিতি পেয়েছে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার প্রক্রিয়া ‘ব্রেক্সিটে’র নাম অনুসরণ করেই এ নামকরণ করা হয়।

ইয়েস ক্যালিফোর্নিয়া গোষ্ঠীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির অঞ্চল ক্যালিফোর্নিয়া অর্থনৈতিক শক্তি হিসেবে ফ্রান্সের চেয়ে শক্তিশালী। এর জনসংখ্যা পোল্যান্ডের চেয়ে বেশি। যেকোনো রাষ্ট্রের সঙ্গে তুলনীয় হতে পারে ক্যালিফোর্নিয়া।’

বিবৃতিতে আরও বলা হয়, 'যুক্তরাষ্ট্রের অনেক মূল্যবোধ আছে যেগুলোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার বিরোধ আছে। এভাবে থাকার অর্থ হলো- আমরা অন্য রাজ্যগুলোর জন্য অব্যাহতভাবে আমাদের ক্ষতি করে যাব, আমাদের শিশুদের অকল্যাণ বয়ে আনব।’

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ ৫৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। এখানে জয় পেয়েছেন পরাজিত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

আরও পড়ুন