• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
মা ও শিশুসহ

যুক্তরাষ্ট্রে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৫, ২০১৮, ১০:৪৭ এএম
যুক্তরাষ্ট্রে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে নিহত ৫

ঢাকা: হারিকেন ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এই ঝড়ের আঘাতে বহু গাছপালা উপড়ে পড়েছে। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ ঘরবাড়ি।

শুক্রবার সকালে ক্যাটাগরি-১ এর হারিকেনটি উত্তর ক্যারোলাইনার রাইটসভিল সৈকতে আছড়ে পড়ে।

উইলমিংটনে একটি বাড়ির ওপর গাছ পড়ে গেলে এক নারী ও শিশু সন্তানের মৃত্যু হয়। আহতাবস্থায় ওই শিশুর বাবাকে হাসপাতালে নেয়া হয়েছে।

লেনর কাউন্টিতে সত্তরোর্ধ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। হ্যাম্পস্টেড শহরে একজন নারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

মার্কিন আবহাওবিদরা বলছেন, হারিকেনটি এখনও খুবই বিপজ্জনক। এটির প্রভাবে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। সূত্র: বিবিসি


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!