• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিকল্প ভাবুন, আব্বাসকে হামাস


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৮, ২০১৮, ১১:৪৮ এএম
যুক্তরাষ্ট্রের বিকল্প ভাবুন, আব্বাসকে হামাস

ফাইল ছবি

ঢাকা: ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না করে বিকল্প কাউকে চিন্তা করতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এর পরিবর্তে ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেশটির জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বলেছে তারা।

হামাসের মুখপাত্র ওসামা হামাদান বলেন, ‘জেরুজালেকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে ট্রাম্পের সিদ্ধান্ত ও মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার পদক্ষেপে ফিলিস্তিনিদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তারা জেরুজালেমকে মুসলিম ও খ্রিস্টানদের জন্য ভবিষ্যত ফিলিস্তিনের রাজধানী হিসেবে দেখতে চায়।’

হামাসের এই নেতা আরো বলেন, ‘কয়েকদিন আগে পিএলওর সেন্ট্রাল কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রত্যাশিত নয়।’

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহায়তা বাতিল, অবৈধ স্থাপনা ধ্বংস ও প্রতিরোধে ফিরে যাওয়ার জন্য একটি পরামর্শ সভা গঠনের প্রস্তাবও করেন তিনি। হামাদান বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করা একটি জুয়ার মতো, যা কখনোই জেতার নয়। যুক্তরাষ্ট্রের বাইরে একটি বিকল্প খুঁজে বের করা উচিৎ। সে হিসেবে প্রেসিডেন্ট আব্বাসের প্রতি আমাদের আহ্বান, তিনি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেবেন ও প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি হারবেন না।’

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!