• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ট্রাম্পের সহযোগী


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩১, ২০১৭, ১০:২৬ এএম
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ট্রাম্পের সহযোগী

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা পল ম্যানাফোর্ট ও তার ব্যবসার অংশীদার রিক গেটসের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুদ্রা পাচারের পরিকল্পনা ও ভুয়া বিবৃতি দেয়াসহ ১২ দফা অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ওই দুইজন ছাড়াও ট্রাম্পের আরেক পরামর্শক জর্জ পাপাদোপুলসের বিরুদ্ধে তদন্তকারীদের মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে, যা তিনি স্বীকার করে নিয়েছেন।    

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) সকালে ওয়াশিংটনে এফবিআইয়ের একটি কার্যালয়ে আত্মসমর্পণ করেন ম্যানাফোর্ট। 

২০১৬ সালের ওই নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য প্রভাব এবং ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে মস্কোর যোগসাজশের অভিযোগ নিয়ে তদন্ত শুরুর পর এই প্রথম কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হল।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান সদস্যের দাবির মুখে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মে মাসে সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারকে বিশেষ কাউন্সেল হিসেবে এই তদন্ত পরিচালনার দায়িত্ব দেয়।

সোমবার মুলারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট গ্র্যান্ড জুরি গত ২৭ অক্টোবর ম্যানাফোর্ট ও গেটসের বিরুদ্ধে ১২ দফা অভিযোগ আনে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুদ্রা পাচারের পরিকল্পনা, বিদেশি একটি পক্ষের অননুমোদিত এজেন্ট হিসেবে কাজ করা, লবিস্ট হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেয়া, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য না দেয়ার সাতটি অভিযোগসহ এক ডজন অভিযোগ আনা হয়েছে সেখানে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!