• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলি: নিহত ২


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৪, ২০১৮, ১০:৫৮ এএম
যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলি: নিহত ২

ঢাকা: যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হয়েছে। এতে আরো ১৭ জন আহত হয়েছে। কেনটাকির গভর্নর জানিয়েছেন, বেনটন শহরের মারসাল কাউন্টি হাই স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। 

স্থানিয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় ছাত্র-ছাত্রীদের ওপর হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ১৫ বছর বয়সী এক কিশোর। একটানা ১৫ মিনিট ধরে সে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই বয়সের আর এক কিশোর।

হামলা চালানো কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোলাগুলির ঘটনা তদন্তে সহায়তা করছে এফবিআই।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের নাম বেইলি হল্ট এবং প্রেসটন কোপ। ১৪ জন শিক্ষার্থী গুলিতে হতাহত হয়েছে এবং পাঁচজন ভয়ে পালাতে গিয়ে আহত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!