• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ০৫:১৬ পিএম
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ঢাকা: যুক্তরাষ্ট্রের হুমকি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) ভোরের দিকে দক্ষিণ পিয়ংইয়ংয়ের একটি এলাকা থেকে পরীক্ষাটি চালানো হয়।

তবে সেটা কী ধরণের ক্ষেপণাস্ত্র বা তার ক্ষমতা কতটুকু, তা জানানো হয়নি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ান কর্মকর্তারা বলছেন, ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে, কারণ নিক্ষেপের কয়েক সেকেন্ড পরেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে যায়।

ঘটনার পরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়ে বিশ্ব সঠিক পদক্ষেপ নিতে না পারলে তার গুরুতর ফলাফলের বিষয়ে সতর্ক থাকতে হবে।

কয়েকদিন আগেই এরকম আরেকটি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই পরীক্ষায় ওই অঞ্চলে চলমান উত্তেজনা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সামরিক পথেই সমস্যার সমাধানের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও চীন ও রাশিয়ার তাতে আপত্তি রয়েছে।
এই সংকটের সমাধানে আবার আলোচনার শুরুর আহ্বান জানিয়েছে চীন।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!