• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার স্বীকৃতি


আদালত প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৭, ০৯:৪৩ এএম
যুদ্ধকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার স্বীকৃতি

ঢাকা: যুদ্ধাকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিশোরগঞ্জের দুই আসামির ফাঁসির দণ্ডের রায়ে বুধবার (১৯ এপ্রিল) এমন স্বীকৃতি আসে বলে জানিয়েছেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

এই মামলায় আসামির বিরুদ্ধে একটি অভিযোগ ছিলো গণধর্ষণের। যে অভিযোগে ফাঁসির আদেশ আসে।

দুই আসামির ফাঁসির দণ্ড ঘোষণার পর তুরিন আফরোজ বলেন, প্রথমবারের মতো এ স্বীকৃতি মিলেছে। যুদ্ধকালীন সময়ে গণধর্ষণ গণহত্যার শামিল। যেটাকে জেনোসাইডাইল রেপ বলা হয়েছে। যার শাস্তিও ‍মৃত্যুদণ্ড।

এছাড়াও আন্তর্জাতিক প্রথাগত আইনের মধ্যে যুদ্ধ আইনের বিষয়গুলো এ মামলায় স্থান পেয়েছে। এটিও আমাদের একটি সাফল্য। এমনকি এ মামলায় আমরা ছয়টি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয়েছি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!