• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘যুদ্ধযাত্রা-৭১’ উদযাপনে নবীন-প্রবীনের মিলন মেলা


ফরহাদ খান, নড়াইল মার্চ ৬, ২০১৮, ০৯:৫৫ এএম
‘যুদ্ধযাত্রা-৭১’ উদযাপনে নবীন-প্রবীনের মিলন মেলা

নড়াইল: মুক্তিযুদ্ধ চলাকালে নড়াইলের বিভিন্ন স্থানে সংগঠিত যুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো ‘যুদ্ধযাত্রা-৭১’ উদযাপন।

মঙ্গলবার (৬ মার্চ) ভোর রাত পর্যন্ত কবি গানের মধ্য দিয়ে নবীন-প্রবীনের মিলন মেলা শেষ হয়েছে। ‘যুদ্ধযাত্রা-৭১’ এর উদ্যোগে নড়াইল সদরের ভবানীপুর আরবিএফএম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত রোববার (৪ মার্চ) অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

এ সময় মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করেন ১৯৭১ সালে নিহত শহীদ মিজানুর রহমানের মা লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের আকলিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী এবং প্রধান আলোচক জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

সমাপনী দিনে মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাসদ একাংশের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ নূরুল আম্বিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এমএ ওহাব, আরবিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এসএ মতিন, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, যুদ্ধযাত্রা-৭১ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শরীফ আরিফ নাছির, শরীফ মোস্তাফিজুর রহমান প্রমুখ। দু’দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘যুদ্ধযাত্রা ৭১’ এর সভাপতি মুক্তিযুদ্ধকালীন  বিএলএফ কমান্ডার (মুজিব বাহিনী) শরীফ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে লাঠিখেলা, ভলিবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন, লালনগীতি, জারিশিল্পী রীনা খানম ও বেবী পারভীনের জারিগান এবং রওশন আলী ও সঞ্জয় মল্লিকের কবিগানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!