• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধের অনুসন্ধান চলছে মুসার বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০১৭, ০২:১৩ পিএম
যুদ্ধাপরাধের অনুসন্ধান চলছে মুসার বিরুদ্ধে

ঢাকা: ব্যাবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার কর্মকর্তা সানাউল হক।

বুধবার (২৯ মার্চ) সকালে ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রন্শের জবাবে তিনি এমন কথা জানান।

ময়মনসিংহের নয় রাজাকারের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় মুসা বিন সমসের এর বিষয়টি উঠে আসে।

এ সানাউল হক বলেন, মুসার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগ প্রমানিত হলে মামলা করা হবে।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহের ৯ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলেও জানান সানাউল হক।
তিনি বলেন, ‘এই নয়জনের বিরুদ্ধে ১০১ জনকে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আসামিদের মধ্যে ৬ জন গ্রেপ্তার আছেন। বাকি তিন জন পলাতক আছেন। তারা বাজাকার বাহিনীর সদস্য ছিলেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৫২ জনকে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের আব্দুস সালাম, সুরুজ আলী ফকির, জয়েন উদ্দিন ফারুকী, আব্দুর রহিম, জালাল উদ্দিন এবং রোস্তম আলী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!