• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও ওলামাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার


নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০১৮, ১০:৫২ পিএম
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও ওলামাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের সবুজ চত্বরে আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন।

সোমবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আসেন এবং অনুষ্ঠানস্থলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করেন।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট কালরাতে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

ইফতার মাহফিল মঞ্চে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!