• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৬, ১০:২৮ পিএম
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

এতিম, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
বৃহস্পতিবার (৯ জুন) বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতারের আগে রাষ্ট্রপতি বিভিন্ন টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
 
ইফতারের আগে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর।
 
ইফতার অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আলেম, বিভিন্ন এতিমখানা খানা থেকে আগত শিশু-কিশোর এবং বঙ্গভবনের সব কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
 
রাষ্ট্রপতির পরিবারের সদস্য ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!