• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুব গেমেস অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৩, ২০১৮, ০৯:২২ পিএম
যুব গেমেস অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা

ঢাকা: বাংলাদেশ যুব গেমেসের চূড়ান্ত পর্বে অ্যাথলেটিকসের ১৪টি ইভেন্টের মধ্যে মঙ্গলবার (১৩মার্চ) চারটি ইভেন্ট সম্পন্ন হয়েছে। আগের দিন সম্পন্ন হয়েছে ৮টি ইভেন্ট। এ নিয়ে  দু’দিনে ডিসিপ্লিনটির সর্বমোট ১২টি ইভেন্ট সম্পন্ন হল। এই ডিসিপ্লিনের সবচেয়ে আকর্ষণীয় দুটি ইভেন্ট বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার দৌঁড় অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ গেমসের সমাপনি দিনে।

এদিন অনুষ্ঠিত ইভেন্ট চারটি হচ্ছে কিশোরীদের শটপুট ও ২০০ মিটার দৌঁড় এবং কিশোরদের চাকতি নিক্ষেপ ও ২০০ মিটার দৌঁড়। কিশোরীদের শটপুটে ৮.৮৭ মিটিার দূরত্বে শটপুট নিক্ষেপ করে স্বর্ণ পদক জিতেছেন ঢাকা বিভাগের শারমিন আক্তার। একই বিভাগের সিমানা খান ৭.৮২ মিটার দূরত্ব অতিক্রম করে জয় করেছেন ব্রোঞ্জ পদক। এই ইভেন্টের রৌপ্য পদক জয় করেছেন রংপুর বিভাগের মুসলিমা আক্তার। তার অতিক্রান্ত দূরত্ব ৮.৫৫ মিটার।

কিশোরীদের ২০০মিটার দৌঁড়ে ২৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জয় করেছেন রাজশাহী বিভাগের রূপা খাতুন। ২৬.৫০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন একই বিভাগের শিউলী খাতুন। ঢাকা বিভাগের সুমাইয়া দেওয়ান ২৬.৫০ সেকেন্ড সময় নিয়ে জয় করেছেন রৌপ্য পদক।

কিশোর বিভাগের ২০০ মিটার দৌঁড়ের স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া। তিনি সময় নিয়েছেন ২২ সেকেন্ড। এ ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছেন যথাক্রমে ময়মনসিংহের জহির রায়হান ও ঢাকা বিভাগের আল নাঈম শেখ।

কিশোর বিভাগের চাকতি নিক্ষেপ ইভেন্টে ঢকা বিভাগের মাহমুদুল হাসান শাওন স্বর্ণ, মো. ওয়ালি উল্লাহ ফাহিম ব্রোঞ্জ এবং খুলনা বিভাগের তন্ময় বৌদ্ধ রৌপ্য পদক জয় করেছেন।
দু’দিনের প্রতিযোগিতা শেষে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জ সহ মোট ১১টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জসহ মোট ৬ টি পদক নিয়ে যৌথভাবে ২য় স্থানে আছে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ। ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জসহ মোট ৭ টি পদক নিয়ে ৩য় স্থানে রয়েছে খুলনা বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!