• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুব বাংলাদেশ গেমস আয়োজনের প্রস্তুতি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৭, ০৬:৩৮ পিএম
যুব বাংলাদেশ গেমস আয়োজনের প্রস্তুতি

ঢাকা: উপজেলা পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেয়া এবং প্রতিভাবান যুব খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে প্রথমবারের মতো যুব বাংলাদেশ গেমস আয়োজনের প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পি অ্যাসোসিয়েশন (বিওএ)। সোমবার (১৬ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বিওএ কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

সভায় প্রথমবারের মতো যুব বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে প্রস্তুতি কমিটির আহবায়ক এবং বিওএ’র উপ-মহাসচিব বাদল রায় গেমস আয়োজনের পদ্ধতি, বাজেট, ডিসিপ্লিন সংখ্যা, আয়োজনের সময় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। গেমসটি তৃণমূল হতে আগামী অক্টোবরের থেকে শুরু করে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে, বিওএ’র কার্যনির্বাহী কমিটির পরবর্তী নির্বাচন যথা সময়ে আয়োজনের জন্য একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া ২০১৫-২০১৬ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন এবং ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেটসহ অন্যান্য নথিপত্র প্রথম সাধারণ সভার সভায় উপস্থাপনের জন্য অনুমোদিত হয়।

বিওএ’র প্রথম সাধারন সভা আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!