• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘যুব-মহিলা অধিদফতর থাকলে শিশুদের কেন নয়’


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৬, ০৭:৪৫ পিএম
‘যুব-মহিলা অধিদফতর থাকলে শিশুদের কেন নয়’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যুবকদের জন্য, মহিলাদের জন্য যদি অধিদফতর থাকতে পারে, শিশুদের জন্য কেন নয়? শিশু অধিদফতর এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (৯ জুন) সিরডাপ মিলনায়তনে পৃথক শিশু অধিদফতর গঠনের বিষয়ে নাগরিক সমাজের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করে চিল্ড্রেন রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ।

তিনি বলেন, শিশুদের জন্য অধিদফতর চাওয়া বড় বেশি কিছু নয়। আমরা শিশুদের উন্নয়ন যতবেশি করতে পারব, দেশও ততবেশি উন্নত হবে।

চুমকি বলেন, শিশু অধিদফতরের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে। তিনিও অধিদফতর গঠনের পক্ষে মত দিয়েছেন।

বর্তমান সরকার শিশুদের উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের দূরদর্শিতা ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই শিক্ষায় শিশুর হার বেড়েছে, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে, মৃত্যুহার কমেছে ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুর ব্যবহার কমে এসেছে।

সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!