• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবরাজের অন্যরকম সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০১৬, ১১:০৯ এএম
যুবরাজের অন্যরকম সেঞ্চুরি

আইপিএলে ব্যর্থ হয়েছেন এরপর দুলীপ ট্রফিতেও পুরোই ফ্লপ ছিলেন যুবরাজ সিংহ। ভারতীয় লাল দলের হয়ে ছয় ইনিংসে ম্যাচে মাত্র ৫২ রান করে ভারতকে বিশ্বকাপ এনে দেয়া এই তারকা ক্রিকেটার। তবে রঞ্জি ট্রফি ম্যাচে ব্যাট হাতে আবার জ্বলে উঠেছেন যুবি।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দারুণ সেঞ্চুরি করেছেন দ্বিতীয় ম্যাচেই। পাঞ্জাবের হয়ে মধ্য প্রদেশের বিপক্ষে ১৭৭ রানের জ্বলজ্বলে একটি ইনিংস খেলেছেন তিনি। ২৯৫ বলে ইনিংসে ২৪টি চার মেরেছেন যুবি।

অবশ্য সেঞ্চুরি পেয়েছেন গুরক্রিত সিংও। তবে দিন শেষে ম্যাচের নায়ক যুবি ও মধ্য প্রদেশের বোলার ঈশ্বর পান্ডে। আট উইকেট নিয়ে পাঞ্জাবের ইনিংসটাকে ৩৭৮ রানে আটকে দেন ঈশ্বর। এই সেঞ্চুরি দিয়ে অবশ্য আবার জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জটা ধরে রাখলেন যুবি। ২৯৩ ওয়ানডেতে ৮৩২৯ করেছেন যুবরাজ। ১৩ সেঞ্চুরি ও ৫১টি অর্ধশতকও রয়েছে তার।

৪০ টেস্টে তিন সেঞ্চুরিতে ১৯০০ রান করেছেন বাম হাতি এই ব্যাটসম্যান। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন গৌতম গম্ভীর, তাহলে এবার কি ফিরছেন যুবরাজ?

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!