• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যে অমানবিকতা মৃত্যুকেও হার মানায়!


ফেসবুক থেকে ডেস্ক জানুয়ারি ১৩, ২০১৮, ০১:৪২ পিএম
যে অমানবিকতা মৃত্যুকেও হার মানায়!

ঢাকা: ৫ সেপ্টেম্বর ২০১৭। ৭৭১ আপ রংপুর এক্সপ্রেসে ঘটে যাওয়া একটি অমানবিক ঘটনা। রাজধানী ঢাকা থেকে রংপুর এসি সীট সিঙ্গেল কেবিনে কোনো এক সরকারি অফিস ‘কর্মকর্তা’র পরিবারসহ ঢাকা থেকে রংপুরে ভ্রমণ করছেন।

তার বাসার ১০ বছরের কাজের মেয়েটিও সেই ঢাকা থেকে রংপুর পর্যন্ত এইভাবে ১০ ঘন্টা দরজার পাশে দাঁড়িয়ে ছিলো। আমি যতবারা ঐখান দিয়ে যাতায়াত করেছি মেয়েটি একই অবস্থায় দাঁড়িয়ে ছিলো।

গাইবান্ধা ছাড়ার পর আমি জিজ্ঞাস করলাম-
তোমার বসার জায়গা কোথায়?
মেয়েটি বললো জানিনা স্যার।
সাহেব আর মেম ভিতরের রুমে আছেন, আমাকে এইখানে দাঁড়িয়ে থাকতে বলেছেন।

চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। এসি না হয় নাই হোক, শোভন চেয়ার শ্রেণীর একটি টিকেটের টাকা কি ছিলোনা তাদের কাছে? বাচ্চা মেয়েটি বসার জন্য একটু কি চিন্তা ছিলোনা? সারা পথ মেয়েটি এইভাবে দাঁড়িয়েই শেষ করেছে।

কি না কষ্ট হয়েছে মেয়েটির।

গরীবের ঠাঁই এই দুনিয়ার কোথাও নেই, জন্মই এদের আজন্ম কষ্টের পাহাড়ে নীচে চাপা জীবন নির্ধারন করে দেয়।

ছবি ও তথ্য সংগ্রহ- এনামুল হক, ট্রেন কর্মকর্তা, রংপুর এক্সপ্রেস।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!