• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কারণে সেরা হবে এবারের ছাত্রলীগ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০১৮, ০৭:০৪ পিএম
যে কারণে সেরা হবে এবারের ছাত্রলীগ সম্মেলন

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আসন্ন ২৯তম সম্মেলন ইতিহাসের সেরা সম্মেলন হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।

বুধবার (৯ মে) দুপুর ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সোহাগ বলেন, ‘আমরা এবার ছাত্রলীগের ইতিহাসের সেরা সফল সম্মেলন উপহার দেব। সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মীতে পূর্ণ থাকবে সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনের মাধ্যমে মেধাবী, পরিশ্রমী এবং রাজপথের পরীক্ষিতরাই নেতৃত্বে আসবে।’

নেতৃত্ব ভোটের মাধ্যমে নির্বাচিত হবে না পছন্দমত নির্ধারণ করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের অভিভাবক। তিনি যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবেই সবকিছু হবে।’

আগামী ১১-১২ মে অনুষ্ঠিত হবে সংগঠনটির ২৯তম সম্মেলন।

১১ মে বিকেল ৩ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন এবং ১২ তারিখ কমিটি ঘোষণা হবে বলে সংবাদ সম্মেলনে জানান সভাপতি সাইফুর রহমান সোহাগ।

বর্তমান কমিটির সফলতা ব্যর্থতা সম্পর্কে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘ছাত্রলীগের এই কমিটির সকল সফলতার কৃতিত্ব বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আর যত ব্যর্থতা আমার আর সভাপতির।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!