• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যে দেশে এক বোতল দুধের দাম ৭ লাখ


বিচিত্র-সংবাদ ডেস্ক নভেম্বর ২৫, ২০১৭, ০১:১৩ পিএম
যে দেশে এক বোতল দুধের দাম ৭ লাখ

ঢাকা: দীর্ঘ দিন গৃহযুদ্ধে থাকা ভেনেজুয়েলার টাকার কোনো মূল্যই নেই বললেই চলে। মুদ্রা সংকটও তীব্রতর হচ্ছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মুদ্রা বলিভারের দাম কমে, পণ্যের দাম হয়েছে আকাশ ছোঁয়া। দেশজুড়ে দেখা দিয়েছে খাবার ও ওষুধের ঘাটতি।

চলতি বছর বলিভারের দাম কমেছে ৯৬ ভাগ। গত সপ্তাহে এক মার্কিন ডলার ক্রয় করতে ৮৪ হাজার বলিভার খরচ করতে হয়েছে ভেনেজুয়েলার নাগরিকদের। এক বোতল দুধ কিনতেও তাদের ছয় লাখ ৮৮ হাজার ১২ বলিভার খরচ করতে হচ্ছে।

চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলায় এক ডলার ক্রয় করতে খরচ হতো ৪১ হাজার ডলার। অথচ বছরের শুরুতে পুরো বিষয়টা অন্যরকম ছিল। তখন এক ডলার কিনতে খরচ হতো মাত্র ৩ হাজার ১০০ টাকা।

ঋণে জর্জরিত দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা আছে মাত্র ১০ বিলিয়ন ডলার। ভেনেজুয়েলার মূল্যবৃদ্ধি হয়েছে ৪ হাজার শতাংশের কাছাকাছি! তবে সবকিছুর দাম বেড়ে গেলেও সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। তাতে কোনো পন্যই বাজারে পাচ্ছে না জনগণ। তাই কালোবাজারির মাধ্যমে উচ্চমূল্যে পন্য ক্রয় করছে দেশটির জনগণ। সূত্র: সিএনএন

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!