• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে রেস্তোরাঁয় ঢুকতে হবে পোশাক খুলে!


নিউজ ডেস্ক আগস্ট ৮, ২০১৬, ০১:০৮ পিএম
যে রেস্তোরাঁয় ঢুকতে হবে পোশাক খুলে!

আদিমতার গন্ধ মাখা লন্ডনের রেস্টুরেন্ট। কাঠের উনুনে রান্না করা খাবার, লন্ঠনের আলো। ফোন নেই, গ্যাস নেই, যেন আদিম মানুষের গুহা। গুহায় প্রবেশের শর্ত একটাই, শরীরে একটা সুতোও রাখা চলবে না। শরীরের খাঁজ, ভাঁজ, গোপন রাখা চলবে না কিছুই। খাবার টেবিলে বসতে হবে জামা কাপড় খুলে, সম্পূর্ণ নগ্ন হয়ে। 

আজব এই রেস্তোঁরা আর তিন মাসের মধ্যেই উদ্বোধন হবে। ইতিমধ্যে বুকিংয়ের জন্য আবেদন করেছেন ২৭ হাজার মানুষ। মালিকপক্ষ বলছে, বাঁশের তৈরি আসবাব আর কাঠের উনুনে ঝলসানো খাবারের আয়োজন থাকবে। খেয়াল রাখা হবে ক্রেতাদের সুরক্ষার দিকটাও।

ফটোগ্রাফি নিষিদ্ধ করার পাশপাশি, ফোন নিয়ে কাউকে ঢুকতেই দেওয়া হবে না রেস্তোরাঁয়। একবারে ৪২ জন ক্রেতা নগ্ন বিভাগে বসে খাবার খেতে পারবেন। যারা জামাকপড় খুলতে চান না, তাদের জন্য থাকছে আলাদা বিভাগ।

এর আগে টিভি সিরিজ ব্রেকিং ব্যাডের অনুকরণে এরাই তৈরি করেছিলেন এ বি কিউ রেস্তোরাঁ। সে উদ্যোগ সফল হয়েছে। খাবারে মশলা নয়, এবার স্পাইসি হচ্ছে খাবার দোকানটাই। পেটের খিদের পাশাপাশি চোখের খিদেও এখানে মিটবে ষোল আনা-এমনটিই আশা করছেন কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!