• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে স্থিরচিত্রে মায়েদের কান্নার শব্দ!


ফেসবুক থেকে ডেস্ক জানুয়ারি ৩১, ২০১৭, ১০:১৭ পিএম
যে স্থিরচিত্রে মায়েদের কান্নার শব্দ!

‘কিছু অনুকরণকে হয়তো মেনে নেয়া যায়। এই একটু আগেই আমার এই বিশ্বাসটা জন্মেছে।

বিশেষ করে এই ছবিটি দেখে। কিছুদিন আগে এরকম মহৎ উদ্যোগের একটি ছবি ফেসবুকে দেখেছিলাম। সম্ভবত সেটি ইন্দোনেশিয়ার। হাজার হাজার মাকে পা ধুয়ে দিচ্ছে তাদের স্কুলশিক্ষার্থী সন্তানরা। ভার্চুয়াল জগতে ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিতে দেখা গেছে, মায়েরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর প্রিয় সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে এক স্বর্গীয় দৃশ্য। স্থিরচিত্র থেকেও যে কান্নার শব্দ শোনা যায় তা আমি ওই মায়েদের ছবি দেখে এই হাজার মাইল দুর থেকেও বুঝতে পেরেছি।’

এসব কথা নিজের ফেসবুক পেইজে লিখেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক লুৎফর রহমান হিমেল (Lutfor Rahman Himel)। তিনি একটি ছবি আপলোড করে ‘মা’ শিরোনাম দিয়ে ওই স্ট্যাটাস পোস্ট করেছেন। তিনি তার স্ট্যাটাসে আরো লিখেছেন-

‘ধারণা করছি সেই ছবি দেখেই এমন একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার (৩০ জানুয়ারি) কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থী তাদের মাকে নিয়ে এসেছিল কলেজ মাঠে। এরপর তারা প্রত্যেকে নিজ নিজ হাতে মায়েদের পা ধূয়ে দিয়েছে।

চারদিকে যখন সামাজিক অবক্ষয়, হানাহানি; সন্তান খুন করছে বাবা-মাকে, বাবা-মা সন্তানকে; সেই সময়ে এরকম একটি উদ্যোগ তরুণদের চরিত্র গঠনে, মূল্যবোধ তৈরিতে এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বড় ভূমিকা রাখবে।

জগতের সকল মায়ের প্রতি শ্রদ্ধা। যে সন্তানরা প্রশংসনীয় এই উদ্যোগে অংশ নিল তাদের জন্যও শুভ কামনা। কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ’।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!