• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে ৬ কারণে মেয়েদের জীবনে একবার মাথা নেড়া করা উচিত


লাইফস্টাইল ডেস্ক জুন ২৬, ২০১৬, ১১:৪০ এএম
যে ৬ কারণে মেয়েদের জীবনে একবার মাথা নেড়া করা উচিত

নেড়া মাথা মেয়েকে সুন্দরী বলে মনে করার রীতি আমাদের সমাজে নেই। কিন্তু সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মাথা নেড়া করলে নাকি মেয়েদের জীবনে বিশেষ পরিবর্তন আসে। সমীক্ষার কথা ছাড়ুন, সাধারণভাবে মাথা নেড়া করলে নানা সুবিধা পান মেয়েরা। কী রকম? জেনে নিন—

১. আয়নার সামনে বসে সাজগোজের সময় অনেকটা কমে যায়। চুল আঁচড়ানো, বাঁধা— কোনও ঝামেলাই নেই। একটা হেডব্যান্ড, স্কার্ফ বা টুপি মাথায় গলিয়ে নিলেই বাইরে বেরনোর জন্য তৈরি। 
২. শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার স্প্রে, হেয়ার ড্রায়ার— এই সবের খরচা একদম নেই।
৩. অনেক সেলিব্রিটিই কিন্তু নিজেদের চুল কেটে সেই চুল পরচুলা বানানোর জন্য অনুদান হিসেবে দেন। আপনিও সেই নীতি অনু‌সরণ করতে পারেন। দেখবেন, ভালই লাগবে।
আরও পড়ুন 
হেলমেট পরলে কি সত্যিই চুল উঠে যায়? জেনে নিন প্রকৃত সত্য
৪. গরমকালের পক্ষে নেড়া মাথা আদর্শ। মাথায় চুল না থাকলে ঘাম, গরম— দুটোর হাত থেকেই মুক্তি।
৫. যখন একটু একটু করে চুল বড় হতে শুরু করবে তখন চুলের নানা দৈর্ঘ্যে নানা রকম স্টাইল ফলো করতে পারবেন।
৬. মেয়েদের মাথা নেড়া করা মানে প্রচলিত রীতির বিরুদ্ধে যাওয়া। এর একটা আলাদা স্বাধীনতা রয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!