• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে ৯০টি হলে ‘বলো দুগ্গা মাঈকী’


বাবুল হৃদয় নভেম্বর ১৭, ২০১৭, ১২:২৩ পিএম
যে ৯০টি হলে ‘বলো দুগ্গা মাঈকী’

ঢাকা: ঢাকাসহ দেশের ৯০টি  হলে শুক্রবার (১৭ নভেম্বর) মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘বলো দুগ্গা মাইকী’। সাফটা চুক্তির আওতায়  বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এটি প্রযোজনা করেছে।

পশ্চিমবঙ্গে দূর্গা পূজা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর ‘বলো দুজ্ঞা মাঈকী’ মুক্তি পেয়েছিল। ছবিতে অঙ্কুশের সঙ্গে অভিনয় করেছেন নুসরাত। কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালনা করছেন ‘বলো দুজ্ঞা মাঈকী’ ছবিটি।

ঢাকার জাজ মাল্টিমিডিয়া এই ছবির সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। বাংলাদেশে ছবিটি আমদানি করছে ‘তিতাস কথাচিত্র’। 

যে ৯০ হলে দেখা যাবে ‘বলো দুগ্গা মাঈকী’ 

১। বলাকা - ঢাকা ২। সনি - ঢাকা ৩। অভিসার -ঢাকা ৪। চিত্রামহল - ঢাকা ৫। আনন্দ - ঢাকা ৬। মুক্তি - ঢাকা ৭। রাজমনি - ঢাকা ৮। সেনা - ঢাকা ৯। গীত -  ঢাকা ১০। নিউ গুলশান - ঢাকা ১১। পুনম - ঢাকা ১২। রানী মহল - ডেমরা ১৩। চাঁদ মহল - কাচপুর ১৪। নিউ মেট্রো - নারায়ণগঞ্জ ১৫। চম্পাকলি - টঙ্গী ১৬। চান্দনা - জয়দেবপুর ১৭। সেনা - সাভার ১৮। মনিহার - যশোর ১৯। নন্দিতা - সিলেট ২০। পুরবী - ময়মনসিংহ ২১। শাপলা - রংপুর ২২। রুপকথা - পাবনা ২৩। অভিরুচি - বরিশাল ২৪। শংখ - খুলনা ২৫। চিত্রালী - খুলনা ২৬। আলমাস - চট্টগ্রাম ২৭। ঝংকার - পাচদোনা ২৮। পান্না - মুক্তারপুর ২৯। কাকলী - শেরপুর ৩০। মনোয়ার - জামালপুর ৩১। মানসী - কিশোরগঞ্জ ৩২। হীরামন - নেত্রকোনা ৩৩। মমতাজ - সিরাজগঞ্জ ৩৪। কেয়া - টাঙ্গাইল ৩৫। হ্যাপী -লক্ষ্মীপুর ৩৬। নবীন - মানিকগঞ্জ ৩৭। মডার্ন - দিনাজপুর ৩৮। পূর্বাশা - সান্তাহার ৩৯। বনানী - কুষ্টিয়া ৪০। তিতাস - পটুয়াখালী ৪১। চিত্রবানী - গোপালগঞ্জ ৪২। পৃথিবী - জয়পুরহাট ৪৩। সঙ্গীতা - সাতক্ষীরা ৪৪। বনলতা - ফরিদপুর ৪৫। প্রিয়া - ঝিনাইদহ ৪৬। বর্ণালী - শাহজাদপুর ৪৭। অবসর - বিরামপুর ৪৮। তাজ - গাইবান্ধা ৪৯। হীরক - গোবিন্দগঞ্জ ৫০। মৌচাক - ভাঙ্গুড়া ৫১। উর্বশী - ফুলবাড়ি ৫২। সাগরিকা - চালা ৫৩। মোহনা - কোনাবাড়ী ৫৪। কল্লোল - মধুপুর ৫৫। শাহিন - বল্লাবাজার ৫৬। রাজীয়া - নাগরপুর ৫৭। কানন - সাগরদিঘী ৫৮। ভাই ভাই - সখিপুর ৫৯।ঝংকার - বক্সীগঞ্জ  ৬০। ছন্দা - পটিয়া ৬১। মুন - হোমনা ৬২। ঝর্না  - দাউদকান্দি ৬৩। সিক্তা - ধুনট  ৬৪। তাজ - দৌলদিয়া ৬৫। রাজ - কুলিয়ারচর ৬৬। মনিহার - মাধবপুর ৬৭। সাধনা - রাজবাড়ী ৬৮। তামান্না - সৈয়দপুর ৬৯। মৌসুমি - পাকুন্দিয়া ৭০। ময়ূরী - বাগআঁচড়া  ৭১।আলীম - মঠবাড়িয়া  ৭২। ফিরোজ মহল - পাগলা ৭৩। মোহন - হবিগঞ্জ ৭৪। আলমডাঙ্গা - আলমডাঙ্গা৭৫। অনামিকা - পিরোজপুর ৭৬। আনন্দ - তানোর ৭৭। আয়না - আক্কেলপুর ৭৮। বাবু টকিজ - কিশোরগঞ্জ ৭৯। ছন্দা - কালীগঞ্জ ৮০। দিনান্ত - কেশরহাট ৮১। জনতা - জলঢাকা ৮২। লাইট হাউজ - পারুলিয়া ৮৩। মমতাজ মহল - নীলফামারী ৮৪। নসীব - সাপাহার ৮৫। রাজু - ঈশ্বরদী ৮৬। রংধনু - নজিপুর ৮৭। সোনালী - ঘোড়াঘাট  ৮৯। সনি - ইসলামপুর ৯০। উল্লাস - বীরগঞ্জ ।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!