• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেভাবে চিনবেন মনের মানুষকে


লাইফস্টাইল ডেস্ক জুন ১৬, ২০১৬, ০৫:৪৫ পিএম
যেভাবে চিনবেন মনের মানুষকে

ওকে দেখার জন্য মনটা উসখুশ করে। ও সামনে এলেই একটা অদ্ভুত অনুভূতি হয়। আচ্ছা, ওর-ও কি এরকম হয়? আচ্ছা কী করে বুঝবেন যে ও-ই আপনার মনের মানুষটি কিনা?....নিজের মনেই সাতপাঁচ ভেবে চলি আমরা। হাতড়ে বেরাই উত্তর। কিন্তু, জানেন কি? সামান্য কটা জিনিসই বুঝিয়ে দেয়, তিনি সত্যিই আপনার 'সোলমেট' কিনা?

১) তিনি কি আপনাকে হাসান? তাঁর কথায় কথায় কি আপনি খিলখিলিয়ে হেসে ওঠেন? তাহলে তিনি সত্যিই আপনার মনের বন্ধু। কারণ হাসি সম্পর্কে অক্সিজেন যোগায়।

২) আপনি সব পারেন! তিনি কি সবসময় আপনাকে এই বিশ্বাস, ভরসাটা দেন? উত্তর হ্যাঁ হলে আপনি আপনার সোলমেটকে পেয়ে গেছেন।

৩) চাপের মুখেও মাথা ঠান্ডা রাখতে জানেন। অফিসে হয়তো আজ আপনার দিনটা খুব বাজে গেছে। কিন্তু, তিনি বুঝে যাবেন এখন আপনি ঠিক কী পছন্দ করতে পারেন? কী করলে আপনার ভালো লাগবে? আর সেটাই তিনি করবেন।

৪) তাঁর কাছে আপনি শারীরিক ও মানসিক, দু’ভাবেই নিরাপদ বোধ করেন।

৫) আপনি যেমন, ঠিক তেমনটাই তিনি আপানাকে পছন্দ করেন। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!