• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যেভাবে বাড়াবেন ইন্টারনেটের গতি


বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ১, ২০১৭, ০৬:২১ পিএম
যেভাবে বাড়াবেন ইন্টারনেটের গতি

ঢাকা: অনেকেই ওয়াইফাই রাউটারের মাধ্যমে ফোন, ল্যাপটপ কিংবা ট্যাবে ইন্টারনেট ব্যবহার করেন। এটি এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকায় জায়গা করে নিয়েছে। রাউটারের বাঁধাহীনভাবে দ্রুতগতির ইন্টারনেট পেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে।

বাধা হীন জায়গায় মডেম রাখুন ঘরে। ওয়াইফাই তরঙ্গ বিভিন্ন আকারে ভেসে বেড়ায়। এর কারণ বিভিন্ন ধরনের আসবাব। আসবাবে বাধা পায় ওয়াইফাই তরঙ্গ। যার ফলে ইন্টারনেট স্পিডেরও ব্যাঘাত ঘটে।

উঁচু জায়গায় রাউটার রাখুন। রাউটারের অ্যান্টেনা উপরের দিক সিগন্যাল পাঠায়। তাই রাউটারের উপরের দিকে যতটা উঁচু জায়গা থাকবে সিগন্যালও তত ভাল মিলবে।

বিশেষজ্ঞদের মতে, রাউটারের কাছে মাইক্রোওয়েভ, টেলিভিশনের মতো ভারী ইলেকট্রনিক্স সরঞ্জাম রাখলে সিগন্যাল বাধা পায়।

যে সব রাউটারে একাধিক অ্যান্টেনা রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যান্টেনার অবস্থান পরিবর্তন খুব জরুরি। একটি অ্যান্টেনা লম্বা করে রাখলে অন্যটি আড়াআড়ি করে রাখুন।

ঘরের কোন জায়গায় রাউটার রাখলে স্পিড বেশি পাবেন, সেটা মেপে নিতে পারেন স্মার্টফোন থেকেই। গুগ্ল প্লে স্টোরে গিয়ে ‘স্পিড অ্যানালাইজার’ অ্যাপ ডাউনলোড করে পরিমাপ করে নিন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!