• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেভাবে মৃত্যু হয় ‘জঙ্গি’ সাইফুলের


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৭, ০৯:১৭ পিএম
যেভাবে মৃত্যু হয় ‘জঙ্গি’ সাইফুলের

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোহেল মাহমুদ জানিয়েছেন বোমার স্প্লিন্টারের আঘাতেই সাইফুলের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) তার মমরদেহের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি জানান, সাইফুলের শরীর ঝলসানো ছিল। শরীরের বিভিন্ন অংশে বোমার স্প্লিন্টারের ছিদ্রযুক্ত আঘাত ছিল। তার ডান চোখ নষ্ট হয়ে গেছে। ডান চোখ দিয়ে একটি স্প্লিন্টার ঢুকে ডানদিকের পেছনে মাথার পুরো অংশ নিয়ে বের হয়ে গেছে। 

ডাঃ সোহেল মাহমুদ বলেন, আমাদের ধারণা এ ইনজুরির জন্যই সে মারা গেছে। পাশাপাশি তার শরীরের বিভিন্ন অংশ থেকে তার ও স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) কলাবাগান থানাধীন পান্থপথে আবাসিক হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযানের সময় মারা যায় ‘জঙ্গি’ সাইফুল। বুধবার (১৭ আগস্ট) কলাবাগান থানার এসআই ইমরুল সাহেদ তার সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে জঙ্গি সাইফুলের লাশের ময়নাতদন্ত শুরু করেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোহেল মাহমুদ। ৫টা ২০ মিনিটে ময়নাতদন্ত শেষ হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!