• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যেভাবে শিববাড়ি থেকে জিম্মিদের উদ্ধার


সিলেট প্রতিনিধি মার্চ ২৭, ২০১৭, ১১:২৪ এএম
যেভাবে শিববাড়ি থেকে জিম্মিদের উদ্ধার

জিম্মি মা-সন্তানকে উদ্ধার করে নিরাপদে নিচ্ছেন সেনা কোমান্ডো। ছবি: আইএসপিআর

সিলেট: সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর থেকেই আটকে ছিলো সেখানকার বাসিন্দারা। প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার বন্দিদশা থেকে তাদের নিরাপদেই বের করে আনেন সেনাবাহিনীর কমান্ডোরা। জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল জানিয়ে সেনা কর্মকর্তারা বলছেন, তাতে তারা পুরোপুরি সফল হয়েছেন।

গত শনিবার তাদের উদ্ধার করা হলেও সোমবার সকালে প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো সেখানে সেনাবাহিনীর অভিযান চলছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর) কর্তৃক সরবাহকৃত ছবিতে সেনাবাহিনীর জিম্মিদের উদ্ধার সেই  শ্বাসরুদ্ধকর তৎপরতা দৃশ্য ফুটে উঠেছে। 

জিম্মিদের উদ্ধারে আতিয়া মহলে দুটি বাড়ি ঘিরে রেখেছেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। অভিযানের শুরুর ছবি এটা।

এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা সাঁজোয়াযান নিয়ে জঙ্গি আস্তানায় প্রবেশ করেন।

সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে আতিয়া মহলের জঙ্গি আস্তানাটি।

জঙ্গি আস্তানা থেকে জিম্মিদের উদ্ধার করতে এক ভবন থেকে অন্য ভবনে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন সেনা সদস্যরা।

দুই বিল্ডিংয়ের মাঝে মই লাগিয়ে এক নারীকে নিরাপদে বের করে আনছেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা।

উদ্ধারের পর কয়েকজন নারী শিশু ও একজন পুরুষকে অন্যত্র সরে নিয়ে যাচ্ছেন এক সেনা সদস্য।

এই শিশুওটি জিম্মি ছিলো জঙ্গিদের হাতে। তাকে উদ্ধারের পর এক সেনা কমান্ডো কোলেকরে নিরাপদে সরে নিচ্ছেন।

মমতাময়ী মা ও তার শিশু সন্তানও আটকে ছিলো আতিয়া মহলের জঙ্গি আস্তানায়। তাদের উদ্ধারের পর নিরাপদে নেয়া হচ্ছে।

উদ্ধারের পর এই পুরুষদের একত্রিত করা হয়। এর পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নারীদের উদ্ধারের পর এই বাড়িতে রাখা হয়। পরে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য, গেল ২৩ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামে একটি পাঁচতলা ভবনে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওইদিন রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। পরদিন ২৪ মার্চ পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত ঢাকা থেকে সেখানে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে। এরপর ২৫ মার্চ সকাল থেকে আতিয়া মহল ঘিরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই ২৬ মার্চ সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হয় আরো ৪৪ জন। বলা যায়, এটাই স্মরণকালের মধ্যে সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী জঙ্গিবিরোধী অভিযান।

২৭ মার্চ আতিয়া মহলে চলমান ‘অপারেশন টোয়াইলাইটের’ কয়েকটি ভিডিও চিত্র প্রকাশ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের ওয়েবসাইটে ওইসব ভিডিও প্রকাশ করা হয়।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!