• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেসব ক্ষেত্রে আপনার স্ত্রী এগিয়ে


নিউজ ডেস্ক মার্চ ৯, ২০১৭, ১২:৫১ পিএম
যেসব ক্ষেত্রে আপনার স্ত্রী এগিয়ে

ঢাকা: “আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভোদাভেদ নাই/বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর/অর্ধের তার করিয়াছে নারী, অর্ধেক তার নর” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতা থেকে বুঝা যায় যে পুরুষের চেয়ে নারী কোন অংশেই দূর্বল নয়। আবার তারা পুরুষের চেয়ে বেশকিছু বিষয়ে সব সময়ই এগিয়ে রয়েছেন কয়েকটি বিষয়ে। তা নিয়েই আমাদের এই আয়োজন-

অনুভূতি: অনুভূতির ক্ষেত্রে যে নারী এগিয়ে সেকথা বহুল উচ্চারিত। নারীর নরম হাতের প্রতিটি নার্ভসেলের স্কয়ার সেন্টিমিটার নাকি পুরুষের শক্ত হাতের নার্ভসেলের চেয়ে বড়।

রোগ প্রতিরোধ ক্ষমতা: যে কোনো অসুখের বিরুদ্ধে নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের তুলনায় বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে। তবে তা নারীর সেক্স হরমোন ‘ইস্ট্রোজেন’-এর কারণে। তাছাড়াও ‘ইস্ট্রোজেন’ নারীর রক্তনালীকে সুরক্ষা করে এবং নারীর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সহায়তা করে থাকে।

কুলনেস: ‘ইস্ট্রোজেন’ নারীর স্ট্রেস হরমোনকে একদিকে যেমন দমন করে, তেমনি অন্যদিকে বড় ধরনের কোনো স্ট্রেসের সময়ও নারীকে শান্ত রাখতে বিশেষভাবে সহায়তা করে এই হরমোন।

নারী গন্ধ চেনে: নারীর নাক পুরুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। তাই যে কোনো সুগন্ধ বা গন্ধ নারীর নাকে আগে এসে পৌঁছায়। কারণ নারীদের মস্তিষ্কের গন্ধকেন্দ্রের নার্ভে ক্রসসংযোগ থাকে পুরুষেদের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।

চিন্তা ও ভাষায় ভিন্নতা: মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায়ই শিশু মস্তিষ্কে পুরুষ হরমোন টেস্টোস্টেরন এবং নারী হরমোন ইস্ট্রোজেন আলাদাভাবে বিকাশ ঘটে। বহু সমীক্ষা থেকে জানা গেছে যে, নারীদের চিন্তা-ভাবনা, বোঝার ক্ষমতা বা অনুভূতি অনেক গভীর হয়। তাছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় অনেক সহজ ভাষায় তাদের মনের ভাব বা কোনো কঠিন কথাও সহজে বলে ফেলতে পারে।

ড্রাইভিং: এক পরিসংখ্যানে দেখা গেছে জার্মানির ট্র্যাফিক আইন অমান্য বা জোড়ে গাড়ি চালানো অপরাধীদের মধ্যে মাত্র ২১ শতাংশ নারী। আর শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে তিন ভাগের দুইভাগই ঘটে থাকে পুরুষদের কারণে।

বিনিয়োগের ক্ষেত্রে: গবেষণায় জানা গেছে, পুঁজি বা শেয়ার বাজারের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের লাভ হয় শতকরা দুই ভাগ বেশি। কারণ অর্থ বিনিয়োগের ব্যাপারে মেয়েরা বেশি সচেতনতার পরিচয় দিয়ে থাকে। সূত্র: ডি-ডাব্লিউ।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!