• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘যৌথ প্রযোজনায় চলছে বাংলাদেশ’


নিজস্ব প্রতিবেদক  জুন ২৪, ২০১৬, ০৯:২৫ পিএম
‘যৌথ প্রযোজনায় চলছে বাংলাদেশ’

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ এখন ভারত ও বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ পরিচালনায় চলছে। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় যেমন সিনেমা বানানো হচ্ছে, তেমনি দুই দেশের যৌথ প্রযোজনায় চলছে বাংলাদেশ।’

শুক্রবার (২৪ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ নামের একটি সংগঠনের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।  

তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অপরিহার্য ও গুরুত্বপূর্ণ। তাই আমরা আশা করব, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সে আচরণ করবে। তারা কোনো বিশেষ ব্যক্তি কিংবা দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে। বাংলাদেশের জনগণও সেটাই চায়।’

গয়েশ্বর রায় বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিরা আলোচনায় বসতে জামায়াতে ইসলামীকে বাদ দিতে বলেন। জামায়াতকে নিষিদ্ধ করলেই কিংবা ২০-দলীয় জোট থেকে বাদ দিলেই কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে?। সরকার কি গ্যারান্টি দিতে পারবে জামায়াত নিষিদ্ধ হলেই নির্বাচনে আর ভোট ডাকাতি হবে না, দেশে আইনের শাসন থাকবে, গুম-খুন হবে না, মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এখানে কোনো দল-ব্যক্তি বা গোষ্ঠী একমাত্র সমস্যা নয়। একটিমাত্র দল যদি দেশের সব সমস্যার কারণ হয়, দেশের জন্য ক্ষতিকর হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই দলকে নিষিদ্ধ করব। কিন্তু দেশের সব সমস্যার সমাধান হতে হবে।’

সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নেতা আবদুস সালাম আজাদ, জাতীয় পার্টির (জাফর) নেতা আহসান হাবিব প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!