• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬

যৌন হয়রানির খবর মিথ্যা : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৪, ২০১৬, ০৮:৫৩ পিএম
যৌন হয়রানির খবর মিথ্যা : ট্রাম্প

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক যৌন হয়রানির অভিযোগ রয়েছে- বিভিন্ন গণমাধ্যমের এসব খবর নিয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, নারীদের যৌন হয়রানি ও জোর করে এক নারীকে চুমু দেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।

এদিকে, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ট্রাম্পকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। ওবামার উত্তরসূরী  বাছাইয়ের ২৬ দিন আগে ক্ষুব্ধ ফার্স্ট লেডি রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্পকে তাঁর 'অশোভন' আচরণের কড়া সমালোচনা করেন। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের এক সমাবেশে মিশেল ওবামা বলেন, আমাদের এখন সবার একসঙ্গে দাঁড়িয়ে বলার সময় এসেছে, যথেষ্ট হয়েছে। এসব এখনই থামাতে হবে।

এদিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ওহাইও রাজ্যে ট্রাম্পের সমালোচনা করে বলেন, রিপাবলিকানরা গত কয়েক দশক ধরে যে নোংরা পরিস্থিতি সৃষ্টি করেছেন ট্রাম্প তারই ফসল। তবে ৭০ বছর বয়সী ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগকারীদের 'জঘন্যা মিথ্যুক' বলে উল্লেখ করে অভিযোগ করেন, হিলারি গণমাধ্যমকে ব্যবহার করে তাঁর প্রচারণায় ব্যাঘাত ঘটানোর অপচেষ্টা করছেন।

বুধবার (১২ অক্টোবর) অন্তত ছয় নারী ট্রাম্পের বিরুদ্ধে অনাকাঙ্খিত যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। নিউ ইয়র্ক টাইমস, এনবিসি, পিপলস ম্যাগাজিনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ট্রাম্প ওয়েস্ট পাম বিচে এক সমাবেশে বলেন, আমি নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছি বলে যে কুরুচিপূর্ণ দাবি করা হয়েছে তা একেবারে নিখাদ মিথ্যা। 

তিনি আরও বলেন, এগুলো নির্জলা মিথ্যা। ক্লিনটন পরিবার ও তাদের গণমাধ্যম মিত্ররা এসব অপপ্রচার চালাচ্ছে। ট্রাম্প জানান, তাঁর আইনজীবীরা নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!