• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুর-কুমিল্লার অসমাপ্ত খেলা শুরু


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৭, ০৬:১৯ পিএম
রংপুর-কুমিল্লার অসমাপ্ত খেলা শুরু

ফাইল ছবি

ঢাকা: দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে রোববার রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যেকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি স্থগিত করা হয়েছিল। দুই দলের অসমাপ্ত খেলাটি সোমবার (১১ ডিসেম্বর) সন্ধা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে। ব্যাট করছেন দুই অপরাজিত ব্যাটসম্যান জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালাম।

রংপুর টস হেরে ব্যাট করতে নেমে ৭ ওভারে ক্রিস গেইলের উইকেট হারিয়ে ৫৫ রান তোলার পরই বৃষ্টি নামে। এরপর খেলা বন্ধ থাকে। রান ৯টার দিকে মাঠ প্রস্তুত করে খেলা মাঠে গড়ানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। অগত্যা ম্যাচটি স্থগিত করা হয়।

তার আগে ব্যাট করতে নেমে শুরুতেই গেইলকে হারায় রংপুর রাইডার্স। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান সংগ্রহ করে রংপুর। জনসন চার্লস ২৬ বলে ৪৬ আর ব্রেন্ডন ম্যাককালাম ৬ বলে ৪ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকেই আজ শুরু করেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় রংপুরের সংগ্রহ ১ উইকেটে ৮৩ রান। চার্লস ৬২ এবং ম্যাককালাম ১৪ রান নিয়ে ব্যাট করছেন।

  সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!