• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরভীতি ছিল তামিমের মনে


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০১:২০ এএম
রংপুরভীতি ছিল তামিমের মনে

ফাইল ছবি

ঢাকা: রংপুর রাইডার্স শুরুটা ভালো করেছিল। এরপর টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে। ক্রিস গেইল- ব্রেন্ডন ম্যাককালামরা এসেও পরিস্থিতি উন্নতি করতে পারেননি। মাঝে কিছু ম্যাচ জিতেছে একেবারে শেষ ওভারে গিয়ে। কখনো ৭ রানে কখনো বা ৩ রানে। বলতে গেলে খুঁড়িয়ে খুড়িয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর।

সেই দলটিই কি না এলিমিনেটরে এসে আমূল বদলে গেল। গেইল খুলনাকে কচুকাটা করলেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একই কাজ করলেন জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালাম। রোববারের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের অবশিষ্ট খেলা হলো সোমবার। রোববারই মিরপুরে এক প্রস্থ নাটক মঞ্চস্থ হয়।

সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল সেদিকে না গিয়ে জানালেন, তিনি রংপুরকে নিয়ে ভয়ের মধ্যে ছিলেন। কেন তামিমের এই রংপুরভীতি, তার ব্যাখ্যাও দিলেন, ‘যারা এভাবে ১-২ রান, ১-২ উইকেটে জিতে ওঠে, তাদের ভয় পাই সবসময়। আমার মনে হয়, এই দলগুলোকে  ভাগ্য সবসময় সহায়তা করে। তাদের বড় তারকারা একটা সময় ভালো খেলেনি। যেভাবে হোক তারা সেটা সামলে নিয়েছে। ম্যাচ জিতেছে।’

এরপরই মাশরাফিকে প্রশংসায় ভরিয়ে দিলেন তামিম, ‘মাশরাফি ভাই যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তারকারা ভালো না খেলার পরও  যেভাবে দলকে জিতিয়েছেন তাঁকে কৃতিত্ব দিতে হবে। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, নকআউট পর্বে এসে দলের বড় দুই তারকা একাই ম্যাচ বের করে নিয়েছে। কৃতিত্ব তাদের দিতে হবে।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!