• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে খাদেম রহমত আলী হত্যার বিচার শুরু


রংপুর প্রতিনিধি আগস্ট ১৬, ২০১৭, ০৬:০৬ পিএম
রংপুরে খাদেম রহমত আলী হত্যার বিচার শুরু

রংপুর: রংপুরে মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলায় ১২ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ আগষ্ট) দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, ১৪ জন আসামির মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিলেন। এরা হলো- জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), একই জঙ্গি সংগঠনের সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন (৩০), আবু সাঈদ (৩০) ও তৌফিকুল ইসলাম ওরফে সবুজ (৩৫), সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান (৩০), সাদাত ওরফে রতন মিয়া (২৩) ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী (২৬)।

এদিকে আদালতে উপস্থিত নয় আসামি নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

এছাড়া পলাতক রয়েছেন তিন আসামি। তারা হলেন- জঙ্গি সদস্য রংপুরের পীরগাছার চান্দু মিয়া (২০), বগুড়ার শাহাজানপুর এলাকার রাজীবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫) ও দিনাজপুরের বিরামপুর এলাকার বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫)।

মামলার বাকি দুই আসামি নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে বাইক হাসান গত বছরের ২ আগস্ট ভোরে রাজশাহীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় এবং সাদ্দাম হোসেন ওরফে রাহুল গত ৫ জানুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজারের খাদেম রহমত আলীর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে দুর্বৃত্তরা।

পরে এ ঘটনায় বাদি হয়ে নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এরমধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক ও সাখাওয়াত হোসেনকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের একটি আদালত। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!