• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রংপুরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২


রংপুর ব্যুরো এপ্রিল ২৩, ২০১৮, ০৬:১২ পিএম
রংপুরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

রংপুর: মাদক বিরোধী অভিযানে রংপুরে ১৪৭ বোতল ফেন্সিডিল, টিভিএস মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে নগরীর সাতমাথা-হারাগাছ সড়কের নাছনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাইকপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে হারেস মিঞা (২৪) ও একই উপজেলার বোয়ালদার ইউপির পালিবটতলী আর্দশগ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আকরাম হোসেন (৫৪)।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার জানান, দিনাজপুরের হাকিমপুর থেকে লাল রংঙের একটি টিভিএস মটর সাইকেলে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহন করে হারাগাছের দিকে যাচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তর অব্যহত অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক মাসুদ হোসেনর নেতৃত্বে সাতমাথা- হারাগাছ সড়কের নাছনিয়া আমরাড়ি এলাকায় অভিযানের প্রস্তুতি নেন। সেখান থেকে ওই মটর সাইকেল আরোহিকে আটক করলে তার কাছে থেকে ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!