• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বিদ্যুৎ অফিসে আগুন: ট্রান্সফরমার পুড়ে ছাই


রংপুর প্রতিনিধি মার্চ ২৩, ২০১৭, ০৯:৫৭ এএম
রংপুরে বিদ্যুৎ অফিসে আগুন: ট্রান্সফরমার পুড়ে ছাই

রংপুর: রংপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শহরের শাপলা চত্বরের বিদ্যুৎ অফিসের স্টোর রুম থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্নিকাণ্ডে প্রায় ১৫-২০টি ট্রান্সফরমারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এটি নাশকতা নাকি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত তা নির্ণয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিট গঠন করা হবে বলেও তিনি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!