• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরের মুখোমুখি হওয়ার আগে যা বললেন মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৩, ২০১৭, ০৭:৫৮ পিএম
রংপুরের মুখোমুখি হওয়ার আগে যা বললেন মাহমুদউল্লাহ

ফাইল ছবি

ঢাকা: গত ৪ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা উঠেছে। সিলেট থেকে ঢাকা হয়ে এখন চট্টগ্রাম মাতানোর অপেক্ষায় দেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় এই টুর্নামেন্ট। শুক্রবার (২৪ নভেম্বর) বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারকাবহুল রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। গেইল-ম্যাককালামদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘এ পর্যায়ে এসে মনে হচ্ছে প্রতিটি দলই বেশ শক্তিশালী। আমার কাছে যেটা মনে হয়, এখন সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। তাই ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই ভালো।’ পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা খুলনা টাইটান্সের অধিনায়কের কাছে ‘পয়েন্ট টেবিলটা এখন খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে।’

পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করা রংপুর রাইডার্সের শক্তি বেড়েছে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের অন্তভূক্তিতে। টি-টোয়েন্টির এই দুই মহাতারকাকে নিয়ে কি ভাবছে খুলনা। এমন  খুলনা টাইটান্স দলপতি বলেন, ‘রংপুর বেশ ভালো টিম, তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদেরকেও ভালো ক্রিকেট খেলতে হবে।’

তবে রংপুরের জন্য বাড়তি কোন পরিকল্পনা নেই জানিয়ে জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, ‘বড় নাম থাকাটাই তো স্বাভাবিক ব্যাপার। তাদের দলেও বেশ কয়েকজন বড় ক্রিকেটার আছে। তাদেরকে হারাতে হলে আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’

এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে খুলনা টাইটান্স। সকাল ৯টায় অনুশীলন সূচি থাকলে ৮টার পর মাঠে উপস্থিত হয় দলের সদস্যরা। মুলত এক ঘণ্টা বেশি সময় অনুশীলনের জন্যই এটি করা হয়েছে। কারণ আরও দুটি দল অনুশীলন করার সূচি রয়েছে এখানেই।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!