• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রকেট-বিকাশের বিরুদ্ধে তদন্তে দুদক


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০১৮, ০৭:৫৯ পিএম
রকেট-বিকাশের বিরুদ্ধে তদন্তে দুদক

ঢাকা: আর্থিক অনিয়মের একাধিক অভিযোগে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রকেট ও বিকাশের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের ভিত্তিতে এই দুই প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্মকর্তাকে ডেকে বৃহস্পতিবার (৫ এপ্রিল) নোটিস পাঠিয়েছে দুদক।

এই দুই কর্মকর্তা হলেন- বিকাশ লিমিটেডের রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম মো. কবির।

অভিযোগের তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. মাহমুদ হাসানের সই করা নোটিসে হুমায়ুনকে ১২ এপ্রিল এবং সাইফুলকে ১৫ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নোটিসে এই দুই কোম্পানির বিরুদ্ধে ‘নীতিমালা লঙ্ঘন করে ঘুষ লেনদেন, মুদ্রাপাচার, ইয়াবাসহ মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের’ অভিযোগের কথা বলা হয়েছে।

একই ধরনের অভিযোগে এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসকে সংশ্লিষ্ট নথিপত্র দুদকে পাঠাতে বলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!