• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রঙ্গময় জীবনে যেভাবে সিরাজ হায়দার


বাবুল হৃদয় জানুয়ারি ১১, ২০১৮, ১২:১০ পিএম
রঙ্গময় জীবনে যেভাবে সিরাজ হায়দার

সিরাজ হায়দার

ঢাকা: ঘরের পাশেই ছিল সিনেমা হল। মায়ের সঙ্গে সেখানে সিনেমা দেখতেন। সেখান থেকেই অভিনয়ের পোকাটা মাথায় ঢুকে। স্কুল জীবনে থিয়েটার করতেন। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে ‘করিম শাহ’ নামে ভিলেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু তার।

এ নাটকে বাহবা পেয়েই অভিনয়ে নেশা পেয়ে বসে। এরপর রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রের কাজে নামেন। মঞ্চে অসংখ্য নাটকে কাজ করেছেন।একটি নাট্যগোষ্ঠী ছিল তার। নাম উর্মি নাট্য গোষ্টী। এখান থেকে ‘রঙ্গনা’, বিয়ের আগে রক্ত পরিক্ষা’, ‘বেয়াদবি মাফ করবেন’, ‌ইতর আলীর দেশপ্রেম' ও স্বপ্ন ভাঙ্গা মানুষসহ অসংখ্য নাটক মঞ্চস্ত করেছেন। 

প্রখ্যাত অভিনেতা রাজীব, দিলদার, রোজিনা, জোলিয়া, বাবুল আহদে, সাদেক বাচ্চু, কমল সরকার এখানে থেকেই অভিনয় শিখে বেরিয়েছিলেন। 

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!