• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রদ্রিগেজের ক্যারিয়ার অবনতি যে কারণে...


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৯, ২০১৬, ১১:০৭ এএম
রদ্রিগেজের ক্যারিয়ার অবনতি যে কারণে...

ব্রাজিল বিশ্বকাপে অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়ে ফুটবলবিশ্বকে মোহিত করেছিলেন হামেস রদ্রিগেজ; হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো এই কলম্বিয়ান ফরোয়ার্ডকে পেতে লাইন দিয়েই বসেছিল। তবে সবাইকে টপকে রিয়াল মাদ্রিদকে বেছে নেন রদ্রিগেজ। 

তবে সান্তিয়াগে বার্নাব্যুর ক্লাবটিতে যোগ দিয়েই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন কলম্বিয়ার নাম্বার টেন। কলম্বিয়ার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার ফস্তিনো আসপ্রিলার মতে, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলাটাই রদ্রিগেজের ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে।
রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে রদ্রিগেজ জায়গা হারিয়েছেন অনেক আগেই। সান্তিয়াগো বার্নাব্যুতে দিন দিন তার অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ সময় গত বুধবার সকালে কলম্বিয়ার ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন রদ্রিগেজ। ফলে মাদ্রিদে আরো কঠিন সময়ই অপেক্ষা ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সামনে।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার সাবেক তারকা আসপ্রিলা বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলাটাই হামেসের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। আপনি তাদের খেলা দেখুন; তারা তাকে বলই দিচ্ছে না।’

রোনালদোর দেখাদেখি কলম্বিয়ার খেলোয়াড়রাও রদ্রিগেজকে পাস দিচ্ছে না বলে মনে করেন আসপ্রিলা, ‘রোনালদো কাউকেই বল পাস দেয় না। আর রদ্রিগেজ এখন এডার আলভারেজের ওপর অসন্তুষ্ট। কেননা, জাতীয় দলের হয়ে খেলার সময় সে-ও রদ্রিগেজকে পাস দেয় না।’
মাঠ কিংবা ড্রেসিং রুমে রোনালদোর সঙ্গে রদ্রিগেজদের সম্পর্কটাও ভালো যাচ্ছে না বলে মনে করেন কলম্বিয়ার এই সাবেক তারকা। তিনি বলেন, ‘প্রতিপক্ষের সঙ্গে তর্ক কিংবা যুদ্ধ করা অথবা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সতীর্থদের সঙ্গে ঝগড়া করাটা কুৎসিত ব্যাপার। রোনালদো প্রতি আট দিনেই রিয়ালে একবার এটি করে।’

প্রসঙ্গত, ২০১৪ সালে মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর প্রথম মৌসুমে ৪৬ ম্যাচে ১৭ গোল করে দারুণ কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন রদ্রিগেজ। তবে এরপরই তারকার ভিড়ে হারিয়ে যান তিনি। দ্বিতীয় মৌসুমে ৩২ ম্যাচে করেন ৮ গোল। অন্যদিকে চলতি মৌসুমে প্রথম একাদশে জায়গা হারানো রদ্রিগেজ ১০ ম্যাচে করেন মাত্র এক গোল।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই
 

Wordbridge School
Link copied!