• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রপ্তানিতে পিছিয়ে চামড়া শিল্প


বিশেষ প্রতিনিধি জুলাই ৬, ২০১৮, ০৭:০৪ পিএম
রপ্তানিতে পিছিয়ে চামড়া শিল্প

ঢাকা : রপ্তানিতে পিছিয়ে পড়ছে চামড়া খাত। গত অর্থবছর চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩৮ কোটি ডলার রপ্তানি লক্ষ্য ধরা হলেও তা অর্জন হয়নি। আগের বছরের চেয়ে রপ্তানিতে প্রবৃদ্ধি কমেছে ১২ ভাগেরও বেশি।

ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছর সাভারে চামড়া কারখানা সরানোর বিষয়ে নানা জটিলতায় ক্রেতা কমেছে। আর বিশেষজ্ঞদের মতে আমলান্ত্রিক জটিলতা ও সমন্বয়ের অভাবে চামড়া শিল্প পিছিয়ে পড়ছে।

ছয় দশক আগে গড়ে ওঠা চামড়াশিল্পে কয়েক বছর আগে সচল কারখানার সংখ্যা ছিল প্রায় আড়াইশ। কিন্তু বর্তমানে পুরোদমে উৎপাদন চলছে মাত্র ৫০টি কারখানায়। মূলধন ঘাটতি ও বন্ড সুবিধা না থাকায় উৎপাদন বন্ধ আছে অনেক কারখানার।

১৫ বছরে আগে হাজারিবাগ থেকে ট্যানারি সরানোর উদ্যোগ নেয় সরকার। গত দুই বছরে সরকারের শক্ত অবস্থানে ট্যানারি সাভারে সরিয়ে নেন উদ্যোক্তারা। কিন্তু পরিবেশগত কারণ দেখিয়ে মুখ ফিরিয়ে নেয় চীনসহ ইউরোপের কিছু ক্রেতা দেশ।

চাহিদা অনুযায়ী চামড়া শিল্পকে আধুনিকায়ন না করলে প্রতিযোগিতায় টিকে থাকা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সমস্যা সমাধানে মালিক ও সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বিশ্বে চামড়া শিল্পের বাণিজ্য পরিমাণ একশ বিলিয়ণ ডলার। এর মাত্র এক ভাগ যোগান দেয় বাংলাদেশ।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!