• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রফতানি আদেশ বেড়েছে বাণিজ্য মেলায়


জ্যেষ্ঠ প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৮, ০৬:২২ পিএম
রফতানি আদেশ বেড়েছে বাণিজ্য মেলায়

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসরে ১৯.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬০ কোটি ৫৭ লাখ টাকা) রফতানি আদেশ এসেছে। বিক্রি হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকা। আগের বছরের তুলনায় এবার আদেশ বেশি এসেছে ৮.৭১ মিলিয়ন ডলার।

রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

গত বছর রফতানি আদেশ ছিল ১৭.৯০মিলিয়ন মার্কিন ডলার ( প্রায় ১৪৩ কোটি ৪৪ লাখ টাকা)। এবারের ২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলিয়ে ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ছিল ১১২টি। ৭৭টি মিনি প্যাভিলিয়ন ছাড়াও ছিল ৪০০টি স্টল। ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠানের মেলায় অংশ নেয়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!