• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র সরবরে ইসলামের দাওয়াত নিয়ে অনন্ত জলিল (ভিডিও)


ফেসবুক থেকে ডেস্ক জুলাই ৩০, ২০১৭, ১২:৪১ পিএম
রবীন্দ্র সরবরে ইসলামের দাওয়াত নিয়ে অনন্ত জলিল (ভিডিও)

ঢাকা: এমএ. জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত। একাধারে একজন চলচিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। সিনেমায় ব্যতিক্রমীভাবে উপস্থাপনের মাধ্যমে ২০১০ সালে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে চলচ্চিত্র নিয়মিত ছিলেন।

২০১৪ সালের জুলাইয়ে তার সর্বশেষ ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’ মুক্তি পায়। এরপর ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন। চলতি বছরে এসে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন তিনি।

চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েই সৌদি আরবে ওমরাহ করতে যান অনন্ত জলিল। শনিবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনন্ত লিখেন, ‘বন্ধুগণ, আমি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আসছি ধানমন্ডির রবীন্দ্র সরবরে। আপনাদের/তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আলোচনা করতে। সবার উপস্থিতি একান্তভাবে কাম্য। আমার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবে। দেখা হবে সবার সাথে।’

অনন্ত জলিলকে নিয়ে এমনিতেই মানুষের কৌতূহলের অন্ত নেই। তারপর আবার ‘ইন্টারেস্টিং’ ব্যাপার। তাই অনেকেই জড়ো হয়েছিলেন রবীন্দ্র সরোবরে।
জানা যায়, শনিবার ধানমণ্ডির একটি মসজিদে ইসলামের বাণী ছড়াতে তাবলিগ জামাতে যোগ দেন অনন্ত। সেখান থেকে দাওয়াতি এক টিম নিয়ে হাজির হন রবীন্দ্র সরোবরে। সেখানে জড়ো হওয়া হাজার হাজার মানুষকে অনন্ত জলিল জানান, তিনি জানান ধর্মের কথা শোনাতেই এসেছেন। এদিন ভিন্ন বেশে হাজির হন অনন্ত। তার পরনে ছিল জুব্বা আর মাথায় পাগড়ি। সবার উদ্দেশ্যে অনন্ত জলিল বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।’

রবীন্দ্র সরোবরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অনুষ্ঠান আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নেননি অনন্ত। এজন্য বেশিক্ষণ তিনি সেখানে থাকতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হন। পরে ফেসবুকে অনন্ত জলিল জানান, তিনি অনুমতি নেয়ার বিষয়টি জানতেন না। অনুমতি নিয়ে শীঘ্র তিনি এরকম আরও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!