• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমজানে ইটিভিতে প্রচার হবে ‘ভয়েস অব ইসলাম’


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০১৭, ০৯:২৬ পিএম
রমজানে ইটিভিতে প্রচার হবে ‘ভয়েস অব ইসলাম’

ঢাকা: পবিত্র মাহে রমজান মাসে একুশে টিভিতে প্রচারিত হবে হামদ, নাত ও গজলের রিয়েলিটি শো আজগর আলী হাসপাতাল নিবেদিত ‘ভয়েস অব ইসলাম’। অংশগ্রহণকারিদের বাছাইয়ে আগামী ২৮ এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অডিশন হবে।

প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীদের ভয়েস অব ইসলামের প্রত‌্যেক বিভাগীয় প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অডিশনের দিনেও রেজিস্ট্রেশন করা যাবে। প্রত্যেক বিভাগ থেকে সেরা দশজনকে নির্বাচন করা হবে। বিভাগের নির্বাচিত প্রতিযোগিদের ঢাকায় আনা হবে।

চূড়ান্ত পর্যায়ে প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে পাবেন ৭৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা পুরস্কার রয়েছে। এছাড়া ও সেরা দশজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। রমজান মাসে প্রতিদিন বিকেল ৫ টায় একুশে টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থণা ও উপস্থাপনা করছেন ফখরুল আশেকী। পরিচালনায় আব্দুল হাই সেলিম ও অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রিফ্লেকশন মিডিয়া ও মিডিয়ালাইন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!