• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রমজানে নির্ধারিত দামে বিক্রি হবে যেসব পণ্য


নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০১৭, ০৪:৫০ পিএম
রমজানে নির্ধারিত দামে বিক্রি হবে যেসব পণ্য

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে বেশ কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা, ছোলা কেজি ৭০ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা কেজি ও খেজুর ১২০ টাকা দরে বিক্রি হবে।

সোমবার টিসিবির চেয়ারম্যানের একান্ত সচিবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৫ মে সোমবার থেকে সারাদেশে এ দরে বিক্রি শুরু হবে ।

ঢাকার ৩৩টি স্থানে টিসিবির ট্রাকের মাধ্যমে এগুলো বিক্রি করা হবে। এছাড়া টিসিবির ২ হাজার ৮১১ ডিলার ও ১০টি খুচরা দোকানের মাধ্যমেও পণ্যগুলো কিনতে পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রতি বছর রমজান এলেই কয়েকটি পন্যের চাহিদা বেড়ে যায়। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সব ধরনের পণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে দেন। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। তাই বেশি চাহিদাসম্পন্ন কয়েকটি পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে এ উদ্যোগ নিয়েছে সরকার।   

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!