• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রমজানে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক মে ৩০, ২০১৭, ০২:০৮ পিএম
রমজানে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ

ঢাকা : পবিত্র রমজানে কোনো বিবাহ বিচ্ছেদ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ফিলিস্তিনের ইসলামিক আদালতের প্রধান মাহমুদ হাবাশ। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।

বার্তা সংস্থা এএফপিকে মাহমুদ জানিয়েছেন, ইসলামিক আদালতের বিচারকরা যাতে রমজানে কোনো বিবাহ বিচ্ছেদ অনুমোদন না দেয় সেজন্য বিচারকদের নির্দেশনা দিয়েছেন। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে না।

অনেকে উত্তেজিত হয়ে পড়েন এবং তারা মুখ ফসকে অনেক কিছু বলে। পরে তারা এ জন্য আফসোস করে। তবে ফিলিস্তিনে বিয়ে নিবন্ধন এবং বিচ্ছেদ হয় শরিয়া আদালতে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে পশ্চিম তীর এবং গাজায় ৫০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে আট হাজারের বেশি। ব্যাপক দারিদ্র এবং কর্মসংস্থানের অভাবে বিবাহ বিচ্ছেদ ঘটছে বেশি।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!