• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত


নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০১৭, ০৮:৩৪ পিএম
রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত

ফাইল ছবি

ঢাকা: সামনের রমজান মাসে দেশের সকল ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে, লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

বুধবার (১৭ মে) রমজানে ব্যাংকের অফিস কার্যক্রম ও লেনদেনের সময়সূচি জানিয়ে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, রমজান মাসে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা বিকাল ৪টা। রমজান ও ঈদের ছুটি শেষ হওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকিং অফিস ৪টা পর্যন্ত চললেও এবার রোজায় সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হতে পারে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!