• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাইডুর কাছে হারল সাকিবের হায়দরাবাদ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২২, ২০১৮, ০৯:৫৭ পিএম
রাইডুর কাছে হারল সাকিবের হায়দরাবাদ

ঢাকা: শুরুর ধাক্কা সামলে চেন্নাই সুপার কিংসকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন আম্বাতি রাইডু আর সুরেশ রায়না। ১৮৩ রানের সেই টার্গেট ছুঁতে দুর্দান্ত লড়াই করল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত ৪ রানে হার মেনেছে হায়দরাবাদ। ফলে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো চেন্নাই।

রোববার (২২ এপ্রিল) নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় হায়াদরাবাদ। দুই ওপেনার অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন ৯ ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ১১ রান করে ফিরলে দলের হাল ধরেন সুরেশ রায়না ও রাইডু। উইকেটে সেট হতে সময় নিলেও পরবর্তীতে দ্রুতগতিতে রান তুলেছেন তারা।

শেষ পর্যন্ত ৫৭ বলে ১১২ রান যোগ করে বিচ্ছিন্ন হন রায়না ও রাইডু । এরমধ্যে রাইদুর অবদান ছিলো ৩৭ বলে ৭৯ রান। তার ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা ছিলো। দলীয় ১৪৪ রানে রাইডুর বিদায়ের পর চেন্নাইকে ২০ ওভারে ৩ উইকেটে ১৮২ রানের সংগ্রহ এনে দেন রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

রায়না ৪৩ বলে ৫৪ ও ধোনি ১২ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদের ভুবেনশ্বর কুমার ও আফগানিস্তানী রশিদ খান ১টি করে উইকেট নেন। তবে আগের ম্যাচের মত এ ম্যাচেও উইকেটশূন্য ছিলেন সাকিব। ৪ ওভারে ৩২ রান দেন তিনি।

জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় হায়দারাবাদ। তবে চতুর্থ উইকেটে ৩৭ বলে ৪৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অধিনায়ক নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সাকিব।

সাকিব ১৯ বলে ২৪ রান করে ফিরলেও ৫১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইলিয়ামসন। এছাড়া শেষদিকে ইউসুফ পাঠানের ২৭ বলে ৪৫ ও রশিদ ৪ বলে ১৭ রানে অপরাজিত থাকলেও ৬ উইকেটে ১৭৮ রান তুলে অল্প ব্যবধানে ম্যাচ হারতে হয় হায়দারাবাদকে।

এই জয়ে ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চেন্নাই। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে হায়দারাবাদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!