• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধে বার কাউন্সিলের আহবান


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০১৭, ০১:৫১ পিএম
রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধে বার কাউন্সিলের আহবান

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর দ্বারা নারী, শিশুসহ সকল ধরনের হত্যাযজ্ঞ বন্ধ করতে আহবান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার এ দাবি জানিয়ে গণমাধ্যমে একটি প্রেসরিলিজ পাঠান।

এতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে অত্যাচার চালানো হচ্ছে তা নজিরবিহীন। এই নজিরবিহীন গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবানও জানান বাসেদ মজুমদার। একটি জাতিগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিকত্ব কেড়ে নিয়ে মিয়ানমার সরকার চরম ভুল কাজ করছে বলেও মনে করে সারা বাংলাদেশের আইনজীবীদের এই সংগঠন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!