• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাখাইনে সেনা অভিযান শেষ


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ০৪:০৩ পিএম
রাখাইনে সেনা অভিযান শেষ

ফাইল ছবি

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনা অভিযান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চার মাস আগে সহিংস অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদন প্রকাশ করেছে।

সেনাবাহিনীর ওই অভিযানে এক হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে, সেই সাথে অভিযানকে জাতিগত নিধন ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে বর্ণনা করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা ও চাপের মধ্যে মিয়ানমার সরকারের কাছ থেকে রাখাইনে সেনা অভিযান শেষ করার ঘোষণা এল। সেনা অভিযান শেষ করার বিষয়ে গতকাল বুধবার রাতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সু চির কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের সেনারা রাখাইনে অভিযান শেষ করেছে। তারা এলাকাটি ত্যাগ করেছে। এলাকাটি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School

আরও পড়ুন