• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাখাইনের তিন স্থানে বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৪:১৭ পিএম
রাখাইনের তিন স্থানে বিস্ফোরণ

ঢাকা: উচ্চ পর্যায়ের এক সরকারি কর্মকর্তার বাসভবন প্রাঙ্গণসহ মিয়ানমারের রাখাইন রাজ্যের তিনটি স্থানে বোমা বিস্ফোরিত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার ভোরে রাখাইন রাজ্যের রাজধানী সিতুইর তিনটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ‘সিতুইর তিনটি স্থানে বোমার বিস্ফোরণ ঘটে এবং অবিস্ফোরিত অবস্থায় তিনটি বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হলেও তা তেমন গুরুতর কিছু না।’

ওই কর্মকর্তা আরো জানান, শনিবার স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে রাজ্য সরকারের সেক্রেটারির বাসভবন প্রাঙ্গণ, একটি অফিস ও সমুদ্র সৈকত অভিমুখী একটি সড়কে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা চলছে। গত বছরের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী অভিযান চালিয়ে নির্বিচারে হত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে আগুন দেয়া শুরু করলে বাধ্য হয়ে রোহিঙ্গারা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। ২৫ আগষ্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা ব্যস্তচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এছাড়া আগে থেকেই সেখানে অবস্থান করছে কয়েক লাখ রোহিঙ্গা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!