• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘রাজকুমার’ চলচ্চিত্রে মুগ্ধতা-বাপ্পি


বিনোদন প্রতিবেদক মে ৩১, ২০১৬, ০৪:৫৪ পিএম
‘রাজকুমার’ চলচ্চিত্রে মুগ্ধতা-বাপ্পি

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী কিছুদিন আগে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসডকল’ ছবিতে অভিনয় করেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত মুখ মুগ্ধতা নিপুণ। এবার একই পরিচালকের নতুন আরেকটি ছবিতে অভিনয় করছেন তারা। আবদুল্লাহ জহির বাবুর লেখা এ ছবির নাম ‘রাজকুমার’। রোববার সন্ধ্যায় এফডিসিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, আবদুল আজিজ, খোরশেদ আলম খসরুসহ অনেকে। ছবিটি নিয়ে নবাগত মুগ্ধতা মানবজমিনকে বলেন, এ ছবির কাজ আসছে ঈদের পর শুরু হবে। আমার জীবনের প্রথম ছবি ‘মিসডকল’। প্রথম ছবিতে নায়ক হিসেবে পেয়েছি বাপ্পি ভাইকে। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আর পরিচালক সাফি ভাইকেও ধন্যবাদ জানাতে চাই। রাজকুমার নামের নতুন এ ছবির কাজটি ভালোভাবে শেষ করার চেষ্টা থাকবে আমার। থ্রি ঈগল মুভিজ প্রযোজিত ‘রাজকুমার’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান।

ছবিতে নতুন মুখ নেয়া প্রসঙ্গে পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, এর আগে আমার পরিচালনায় ‘মিসডকল’ ছবিতে কাজ করতে গিয়ে দেখেছি মুগ্ধতা বেশ ভালো অভিনয় করে। তার কাজে কোনো জড়তা খুঁজে পাইনি। তাই নতুন এ ছবিতে তাকে প্রধান নায়িকা হিসেবে নিয়েছি। আমার মনে হয়, ভবিষ্যৎতে সুযোগ পেলে মেয়েটি আরো ভালো কাজ করবে। বাপ্পি মুগ্ধতাকে নিয়ে একই কথা বললেন। তার মতে, ভালো একজন সহশিল্পী পাওয়াটা সত্যিই আনন্দের। মুগ্ধতা ভালো করছে এবং ‘রাজকুমার’ ছবিটিও আমরা ভালোভাবে শেষ করতে চাই।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!